শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ফিলিস্তিনি লেখক সারি ওরাবিকে তুলে নিয়ে গেছে ইসরাইলি সেনারা

অধিকৃত জেরুজালেমের উত্তরে রাফাত শহরে ফিলিস্তিনি লেখক ও রাজনৈতিক গবেষক সারি ওরাবিকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনারা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে আগ্রাসন চালিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের বিভিন্ন এলাকায় একযোগে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালায়। এসব অভিযানে একাধিক তরুণ ও সাবেক বন্দিকে লক্ষ্য করা হয়। বাড়িঘরে জোরপূর্বক প্রবেশ করে তল্লাশি চালানো হয় এবং অনেক ক্ষেত্রে ভাঙচুরের পর তাদের গ্রেপ্তার করা হয়।

সারি ওরাবি একজন লেখক ও রাজনৈতিক গবেষক, যিনি রাজনীতি ও ইসলামী চিন্তাধারায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার লেখা বিভিন্ন পত্রিকা, সাময়িকী, ওয়েবসাইট ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি নিয়মিতভাবে একাধিক টেলিভিশন চ্যানেলে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষক হিসেবে মতামত দিয়ে থাকেন।

ওরাবির পাশাপাশি ইসরাইলি বাহিনী কালকিলিয়া শহরে অভিযান চালিয়ে ইব্রাহিম হুরানিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই দিনে রামাল্লাহর উত্তরে আরৌরা শহরে অভিযান চালিয়ে নাসের মুফারাজ ও তার ছেলে আমরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাড়িতে অভিযানের পর সাবেক বন্দি তাইসির খুসাইবকেও পুনরায় গ্রেপ্তার করা হয়।

ফিলিস্তিনি বন্দী বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, এই ধারাবাহিক গ্রেপ্তার অভিযান স্পষ্টভাবে দেখায় যে ইসরাইলি নীতি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয়। বরং শিক্ষাবিদ, লেখক, সাবেক বন্দি এবং তরুণ, সবাই এই অভিযানের লক্ষ্যবস্তু। সংস্থাটি বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনি সমাজের ভেতরে জনসচেতনতা ও সামাজিক প্রভাব দমন করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা প্রতিফলিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ