রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে সোমবার (২৯ ডিসেম্বর)। এই পর্যায়ে এসে এতে দেওয়া তথ্যের বিষয়ে স্পষ্টভাবে জানতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। মনোনয়নপত্র জমার সময় সন্তানেরও আয়করের তথ্য দিতে হবে, এমন বিষয় রয়েছে। এটা নিয়ে অনেকে সমস্যায় পড়ছেন। অনেক প্রার্থীর সন্তান এখনো উপার্জনক্ষম নয়, অনেকে দেশের বাইরে থাকেন কিংবা আলাদাভাবে নিজেরা ট্যাক্স জমা দেন।’

এ নিয়ে জটিলতা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছি, যেন দ্রুত স্পষ্ট করা হয়। তা না হলে সঙ্গত কারণে সমস্যার সৃষ্টি হবে। কমিশন একমত, তারা এটা বোঝাতে চাননি। কমিশন নির্ভরশীল সন্তানের তথ্য দিতে বলেছে। ব্যাপারটা বিভ্রান্তিকর। এ নিয়ে কমিশন ব্যাখ্যা দেবে, সমস্যা দূর হয়ে যাবে।’

এমন স্পষ্টীকরণে সব দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর উপকার হবে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ