দখলকৃত পশ্চিম তীরে সামরিক আগ্রাসন চালিয়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে প্রাক্তন বন্দি এবং একজন নারীও রয়েছেন। অভিযানটি রামাল্লাহ, আল-বিরেহ, হেব্রোন, তুবাস, তুলকারেম, নাবলুস, জেনিন এবং পূর্ব জেরুজালেম শহরগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।
সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তার অভিযানের সঙ্গে ঘরবাড়িতে ব্যাপক তল্লাশি, নির্যাতন, বন্দিদের ও তাদের পরিবারের ওপর হামলা এবং সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটেছে।
সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা ৭,০০০ এর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল।
সূত্র: মিডল ইস্ট মনিটোর











