নিজেকে নবী দাবী করে মহাপ্লাবনের ভবিষ্যদ্বাণী করা এক ভণ্ডকে গ্রেফতার করেছে ঘানার পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আল হাদাসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভণ্ড নবীকে গ্রেফতার করেছে ঘানার পুলিশ। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতারকের আসল নাম ইভান্স এশুন। সে একজন খ্রিস্টান। সে আবু নূহ নাম ধারণ করেছিলো। নিজেকে নবী দাবী করে লোকজনকে মহা প্লাবনের ভবিষ্যদ্বাণী করে বেড়াচ্ছিলো।
আফ্রিকার দেশটির সংবাদমাধ্যমের তথ্যমতে, সে ভবিষ্যদ্বাণী করেছিলো যে, ২৫ ডিসেম্বর থেকে বিশ্বজুড়ে এক ভয়াবহ প্লাবন দেখা দিবে। কেবলমাত্র বিশেষভাবে জাহাজে করে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
তিনি সর্বপ্রথম ২০২৫ এর আগস্টে এই ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেকে ভয়াবহ বন্যার আসমানী বার্তা পাওয়া নবী বলে দাবী করেন। তবে পরিত্রাণ পেতে নবী নূহ আলাইহিসসালামের যুগের মতো নয়, বরং আধুনিক জাহাজ নির্মাণ করতে হবে বলে প্রচার করেন। লোকজনকে নিজ নিজ এলাকা থেকে সরে যাওয়ার আহবান জানাতে থাকেন। তার সাথে এসে যোগ দিতে বলেন। তিনি বিশ্ববাসীর মুক্তির জন্য আধুনিক যুগের জাহাজ নির্মাণ করছেন বলে জানান।
তার এমন দাবী ও প্রচারণায় বহু লোক বিভ্রান্তও হয়। এমনকি ঘানার পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক পরিবার নিজ ঘর-বাড়ি ও এলাকা ছেড়ে তার কাছে চলে আসেন। যা ঘানা সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে ২৫ ডিসেম্বর বড় দিনে যখন ঠিকভাবে অতিবাহিত হতে শুরু করে, তখন তিনি আরেকটি ভিডিও প্রচার করেন। দাবী করেন যে, ঈশ্বর তার প্রার্থনা এবং উপবাসের প্রতিক্রিয়ায় দুর্যোগ স্থগিত করেছেন।
পরবর্তীতে এক বহুল জনপ্রিয় শিল্পীর কনসার্টে গিয়ে তিনি সকলকে এই বলে উদযাপনের আহবান জানাচ্ছিলেন যে, কিয়ামত বিলম্বিত হয়েছে!











