শুক্রবার | ২ জানুয়ারি | ২০২৬
spot_img

আমাদের মতের পার্থক্য থাকতেই পারে, তা যেন মতবিরোধে রূপ না নেয়: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐক্যই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। কোনো বিভক্ততে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মতের ভিন্নতাকে তিনি সমস্যা নয়, বরং সম্ভাব্য সমাধানের উৎস হিসেবে দেখার আহ্বান জানান।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কখনো একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

তিনি বলেন, ঐক্য ধরে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতপার্থক্য স্বাভাবিক, কিন্তু জাতি বিভক্ত থাকলে রাষ্ট্র কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ