শুক্রবার | ৯ জানুয়ারি | ২০২৬
spot_img

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

ভেনেজুয়েলায় তার পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট “বিশ্বকে তা প্রমাণ করেছেন” এবং এটি “মানবতার জন্য বিশাল পদক্ষেপ” বলেওতিনি মন্তব্য করেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, “তার পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ”।

তিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মাদুরো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “তিনি সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন” এবং ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। কিন্তু “আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি”, তিনি বলেন।

মাচাদো বহু মাস ধরে লুকিয়ে ছিলেন, তিনি জানান “যত দ্রুত সম্ভব” ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

মাচাদো আরও জানান, আজই “উত্তেজনা বেড়েছে” যেখানে “১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে” ভেনেজুয়েলায়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট “ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না” এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ