বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিস এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান।
প্রধান অতিথির বক্তব্যে আহসান আহমাদ খান বলেন, ২৪-এর ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।দীর্ঘদিনের অন্যায়, বৈষম্য ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন জাতিকে দেখিয়েছে পরিবর্তনের শক্তি কোথায় নিহিত। এই বিপ্লব শুধু ক্ষমতার পরিবর্তন নয়; এটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ের প্রতিফলন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, কাঙ্ক্ষিত ঐক্য ও সমন্বয়ের অভাবে বিপ্লব পরবর্তী বাংলাদেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড সহ বিভিন্ন সহিংসতা ও অস্থিতিশীলতা আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। আন্দোলনের মাধ্যমে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগানোর বদলে বিভক্তি ও পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই অবস্থায় জাতির প্রত্যাশা পূরণে আবারও ছাত্র-জনতার ঐক্য, দায়িত্বশীল আচরণ ও আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর বায়তুলমাল সম্পাদক শিব্বির আহমদ ত্বহা, ছাত্রকল্যাণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক হাসান জামিল, খেলাফত মজলিস কোতোয়ালি থানা সভাপতি মীর মোশাররফ হোসেন সেলিম প্রমুখ।
সমাবেশ শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুফতী মুহাম্মদ হুজায়ফা আল হেজাজীর(রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।











