ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করিম সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেননি বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করুম মারুফ।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শেখ ফজলুল করুম মারুফ বলেন, ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একবক্স নীতিতে অটল-অবিচল থেকে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিচ্ছে।
এ বিষয়ে দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি পরিস্কার করেন।
শেখ ফজলুল করুম মারুফ আরও বলেন, আজকের সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর কাউকে কোনো অনুরোধ করেন নাই। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের আমীরের অনুরোধে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত” বলে যে সংবাদ প্রচারিত হয়েছে, তার কোনো সত্যতা নাই।











