শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

১১ দলের জোটে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের অপূর্ব মিলন ঘটেছে : কর্ণেল অলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলের জোটের সমঝোতায় ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলডিপি চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বলেন, ১১ দলের এই জোটে বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের যোদ্ধাদের এক অপূর্ব মিলন ঘটেছে, যা অন্য কোথাও দেখা যায়নি। তিনি ন্যায়ভিত্তিক শাসন, সুশাসন এবং চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা দেখার সুযোগ দিতে আহ্বান জানান।

কর্ণেল অলি বলেন, “ইতোপূর্বে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছেন। এবার আপনাদের প্রতি আমার অনুরোধ, একটি ন্যায়ভিত্তিক শাসন, সুশাসন এবং চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা দেখার সুযোগ দিন। এখানে বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের যোদ্ধাদের এক অপূর্ব মিলন ঘটেছে, যা অন্য কোথাও দেখা যায়নি।”

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই, সবার জন্য সমান সুযোগ নেই। তিনি বলেন, “এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছেন, আপনাদেরকেও আগামী দিনে জেলে যেতে হবে।”

তিনি আরও বলেন, জাতিকে আজ সিদ্ধান্ত নিতে হবে, “আপনারা কি ভিন্ন দেশের দাসত্ব করবেন, নাকি বাংলাদেশের জনগণের সেবা করবেন?” তিনি বলেন, “আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করতে আসিনি; বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছি।”

নির্বাচনী পরিবেশ নিয়ে সতর্ক করে তিনি বলেন, বর্তমানে অনেক জায়গায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, “এই পরিবেশ যদি সৃষ্টি করা না হয়, তবে মনে রাখবেন, আগের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা যেভাবে আজ জেলে আছেন, আপনাদেরও ভবিষ্যতে একই পরিণতি ভোগ করতে হতে পারে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো পেছনে বা দ্বারে দ্বারে ঘুরে তোষামোদ করবেন না; বরং বাংলাদেশের জনগণের প্রতি অনুগত থাকুন। তিনি বলেন, দেশের জন্য যা কল্যাণকর, তা-ই করতে হবে। তিনি আরও বলেন, মানুষ এখনও কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে বৈধতা পাওয়া বা বাতিলের বিষয়ে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো সঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি প্রত্যাশা করেন, সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আজ এই মঞ্চে উপস্থিত প্রতিনিধিদের পক্ষে রায় দেবে এবং দেশের সেবা করার সুযোগ করে দেবে। তিনি বলেন, “আমি সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ