মধ্য তুরস্কের কায়সারি শহরে নগর সংস্কারকাজ করতে গিয়ে প্রায় ৯০০ বছরের পুরোনো একটি মাদরাসার সন্ধান পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণে মালিক মুহাম্মাদ গাজির মাজারের কাছে সংস্কারের কাজ করতে গিয়ে এ মাদরাসাটি উন্মোচিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
কায়সারির মেয়র ড. মামদুহ বুয়ুক কিলিচ জানান, শহরটি বিভিন্ন সভ্যতার ধারণকারী। আনাতোলিয়ায় ইসলামের ইতিহাসে এ শহরের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থবহ কাজ করে যাচ্ছিলাম। চারপাশ পরিষ্কার ও উন্মুক্ত করার পর আমরা বিস্মিত হই। তখনই মালিক মুহাম্মাদ গাজির মাজারের নিকটবর্তী স্থানে ধর্মীয় স্থাপনার ঐতিহ্যবাহী রীতিতে নির্মিত একটি মাদরাসার স্পষ্ট নিদর্শন আমাদের সামনে উন্মোচিত হয়।’
দানিশমান্দ বংশীয় শাসক মালিক মুহাম্মদ গাজিকে কায়সারি শহরের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। আনাতোলিয়ায় প্রাথমিক তুর্কি-ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি।
কায়সারির মেয়র বলেন, তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন এবং এটি সংস্কারের জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন।











