দুই বছরের বেশি সময় ধরে গাজ্জায় সামরিক আগ্রাসন চালেয়ে আসছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ আগ্রাসনের ফলে পুরো অঞ্চলই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও সংস্থাটির প্রজেক্ট সার্ভিস অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর জর্জ মোরেইরা দ্য সিলভা এক বিবৃতিতে বলেন, দুই বছরের আগ্রাসনে গাজ্জায় ৬ কোটি টন পরিমাণের ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। এ ধ্বংসস্তূপ অপসারণ করতে সাত বছরের বেশি সময় লাগবে।
তিনি বলেন, ‘আমি মাত্র গাজ্জা থেকে ফিরেছি, যেখানে মানবিক সংকট গভীরতর হয়েছে। গাজ্জাবাসী পুরোপুরি ক্লান্ত, আতঙ্কগ্রস্ত এবং বিপুল চাপে নিমজ্জিত। এর মধ্যে তীব্র শীত ও ভারী বৃষ্টি মানুষের দুর্ভোগ ও হতাশাকে আরো বাড়িয়ে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘গাজ্জায় ধ্বংসস্তূপের পরিমাণ ৬ কোটি টনের বেশি। তা ধারণ করতেই অন্তত তিন হাজার কনটেইনার জাহাজ প্রয়োজন। গাজ্জায় গড়ে প্রতি ব্যক্তিকে ঘিরে ৩০ টন ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। তা অপসারণ করতেই সাত বছরের বেশি সময় লাগবে।’











