ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৩ বছরের এক শিশুকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (১৬ জানুয়ারি) পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বে অবস্থিত আল-মুগাইয়্যার গ্রামে এ ঘটনা ঘটে। একই সময়ে জুমার নামাজ শেষে বের হওয়া মুসল্লিদের ওপরও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম।
প্যালেস্টাইনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ইসরাইলি বাহিনী খালায়েল এলাকা দিয়ে আল-মুগাইয়্যার গ্রামে প্রবেশ করে এবং বাসিন্দাদের লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ শুরু করে। এতে ১৩ বছর বয়সী এক প্যালেস্টাইন শিশু নিহত হয়।
ওয়াফা আরও জানায়, জুমার নামাজ শেষে পশ্চিম আল-মুগাইয়্যার মসজিদ থেকে বের হওয়ার সময় ইসরাইলি বাহিনী মুসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় তাদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করা হয়।
সংস্থাটি জানিয়েছে, আল-মুগাইয়্যার গ্রামটি দীর্ঘদিন ধরে অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারীদের ধারাবাহিক হামলার শিকার হয়ে আসছে। এসব হামলা ইসরাইলি বাহিনীর সুরক্ষার মধ্যেই চালানো হয়। শুক্রবার ভোরে অবৈধ বসতিস্থাপনকারীরা গ্রামের দক্ষিণে খালায়েল এলাকায় প্রবেশ করে আশপাশে গুলিবর্ষণ চালায় এবং স্থানীয় বাসিন্দা ও তাদের ঘর-বাড়ি লক্ষ্য করে একাধিক হামলা চালায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতিস্থাপনকারীদের হামলায় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অন্তত ১,১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছে এবং প্রায় ২১ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মিনটোর











