ইমারাতে ইসলামিয়া আফগাস্তানের হেরাত প্রদেশের ৯ বছরে শিশু মুহাম্মাদ আমিরীর প্রশংসায় পঞ্চমুখ আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দীন হক্কানী।
জানা গেছে, একাডেমিক কোনো সাহায্য ছাড়াই মুহাম্মাদ আমিরী ইন্টারনেটের মাধ্যমে এখন পর্যন্ত নয়টি ভাষা শিখেছেন।
আমিরী জানান, প্রতিটি ভাষা তিনি প্রায় দুই মাসের মধ্যে শিখেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে মুহাম্মাদ তার ভাষাগত দক্ষতা প্রদর্শন করেছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলেছেন। খলিফা সিরাজউদ্দিন হাকানী তাকে দেশের এক বিরল ও ব্যতিক্রমী প্রতিভা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি শিক্ষা, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
এছাড়া মুহাম্মাদকে সঠিকভাবে শিক্ষাদান করার জন্য বিশেষ শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার পিতার জন্য কাজের সুযোগ তৈরি করতে একটি ট্যাক্সি গাড়ি কেনারও প্রতিশ্রুতি দিয়েছেন।
খলিফা সিরাজউদ্দীন হক্কনী মুহাম্মাদকে ১৫০,০০০ আফগানি (প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা) নগদ অর্থ এবং একটি ল্যাপটপও উপহার দিয়েছেন।
এর আগে একটি ভিডিওতে আফগানিস্তানের এই বিস্ময়কর শিশু বলেছিল, তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো খলিফা সিরাজউদ্দিন হাকানীর সঙ্গে দেখা করা।
সূত্র: আরটিএ











