রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

মুফতী ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতী ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনী ঐক্য করার উদ্যোগ নিয়েছিলেন। এ সমঝোতায় তাদের অনেক অবদান আছে। সে সৌজন্যতায় ফয়জুল করীমের আসনে আমাদের প্রার্থী থাকবে না। তারা সমঝোতায় থাকতে পারেননি তাদের সফলতা কামনা করছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ