জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “২৪ এর জুলাই আগস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নেতৃত্ব দিয়েছেন এটা যেমন সত্য, তেমনি গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে উপদেষ্টা হয়ে তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটাও সত্য। এটা বাংলাদেশের মানুষ জানে।” তিনি আরও বলেন, আসিফ মাহমুদের “হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়টি ওপেন সিক্রেট।”
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীদের সামনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনকে প্রশ্ন করে ছাত্রদলের এই নেতা বলেন, “আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে আমরা কখনোই জামায়াত শিবির রাজাকারকে ক্ষমতায় আনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে যে চেষ্টা তা আমরা মেনে নেব না।”
তিনি বলেন, “জামায়াতের নামে কেন এই পোস্টাল ব্যালট পেপার, তার কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন।”
দুইটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করে নাছির বলেন, “সুতরাং আগামীর যে নির্বাচন, ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, দুইটি রাজনৈতিক দল ইতিমধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
তিনি একই বক্তব্যে জুলাই আগস্টে নেতৃত্বদানকারী ছাত্রসংস্থা এবং সামনের সারির যোদ্ধা প্রসঙ্গ টেনে উপদেষ্টা হওয়ার পর দুর্নীতির অভিযোগও পুনরুচ্চার করেন।











