মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় শান্তি প্রতিষ্ঠা বোর্ডে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

গাজ্জায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য তৈরী কমিটি বা বোর্ড অব পিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এটির সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প।

তিনি সাংবাদিকদের বলেন, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।”

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোয় পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া। এরমধ্যেই পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প।

বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যারমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বোর্ড অব পিস প্রথমে গাজ্জার সংঘাত নিরসনে কাজ করবে। এরপর এটি বিশ্বের অন্যান্য দ্বন্দ্বেও যুক্ত হবে।

বোর্ড অব পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ থাকবে তিন বছর। কিন্তু কোনো দেশ যদি এক বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করে তাহলে ওই দেশ স্থায়ী সদস্যপদ পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের কার্যক্রমের ক্ষতি করতে পারে। বর্তমানে বিশ্বের দ্বন্দ্ব নিরসনে কাজ করে থাকে জাতিসংঘ।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ