ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতে কোনো অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। আমরা ভারতের অযৌক্তিক হস্তক্ষেপের কাছে নতি স্বীকার করতে পারি না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিবি বলেন, অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে। বাংলাদেশ অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছে। পাকিস্তান ভারতে খেলতে যাবেনা বলে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। তাই, এ নিয়ে ভাবছে না বাংলাদেশ।
উপদেষ্টা বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো খবর সরকারের কাছে নেই।











