মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

মুফতি ফয়জুল করিমের একটি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছে জামায়াত প্রার্থী

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বরিশাল সদর ৫ আসনে জামায়াতের প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর মোয়াযযম হোসাইন হেলাল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চরমোনাই পীরের সম্মানে বৃহৎ স্বার্থে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি বলেন, “২৯ ডিসেম্বর বরিশাল বাসীকে নিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গড়ার লক্ষে জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। আমরা আস্তা, বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে দেশ গঠনের লক্ষে মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।”

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জামায়াতে ইসলামের সকল নেতাকর্মীদের মুফতি ফয়জুল করিমকে ভোট দেওয়ার আহবান জানান।

তবে তিনি জানান, বরিশাল ৬ বাকেরগঞ্জ আসন থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করবেন না। এ ক্ষেত্রে জামায়াতকে ইসলামী আন্দোলন ছাড় দিবেন কিনা, তা ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ