বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসলামী শরিয়াহর ভিত্তিতে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, তাহলে আবারও জোট হবে: ইসলামি আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী ফয়জুল করীম বলেছেন, ভবিষ্যতে ইসলামী শরিয়াহর ভিত্তিতে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, তাহলে আবারও জোট হবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন নতুন কোনো জোটে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুফতী ফয়জুল করীম বলেন, নতুন করে কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ নেই। তবে ভবিষ্যতে ইসলামী শরিয়াহর ভিত্তিতে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, তাহলে আবারও জোট হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামের পক্ষে একটি বাক্স। এখন ইসলামের পক্ষে হাতপাখার বাক্স আছে।

তিনি বলেন, জামায়াতের আমিরের সম্মানার্থে তার আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয়নি। তিনি (জামায়াত আমির) আমাদের সম্মান করে তাদের প্রার্থী তুলে নিয়েছে, এ জন্য ধন্যবাদ।

আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা কাদের ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের মধ্যদিয়ে জানমাল, ইজ্জত-ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দেবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যারা করেন, সরকার তাদের নাগরিকত্ব তো বাতিল করেনি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি অন্যায় না করে, তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ