ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দীন হাক্কানী বলেছেন, পাকিস্তান একটি প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ। পাকিস্তানের প্রতি আফগানিস্তানের সদিচ্ছা রয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানেও ইসলামী ভ্রাতৃত্ব ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।
হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরাজউদ্দীন হক্কানী বলেন, পঞ্চাশ বছর ধরে চলা দুর্ভোগ ও সমস্যার পর আফগানিস্তান এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরাজ করছে।
তিনি বলেন, আফগানরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছে এবং চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে তারা দুর্বল নয়।
তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া নিয়ত কল্যাণমুখী। তাদের প্রত্যাশা হলো, এই অঞ্চল যেন ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও স্থিতিশীলতার মধ্য দিয়ে বসবাস করতে পারে।
সূত্র: হুরিয়াত রেডিও











