বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি। যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে। দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির এবারের নির্বাচনি স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তারেক রহমান বলেন, এজন্য গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ওয়াসিমসহ জুলাই শহীদ ও সব শহীদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাল খনন কর্মসূচি চালু করবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না। দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। এ লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।











