বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এর আগে, বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, শেরপুর-৩ আসনের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার নিয়ে তুচ্ছ ঘটনার জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবদরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিহত হন। এসময় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। উভয়পক্ষের সমর্থকরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়লে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ