শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন আমাদের দেশকে শেষ করে দিয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা সংগঠনের কর্মতৎপরতা আমি ঘৃণা করি। ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন আমাদের দেশকে শেষ করে দিয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা কোনও ছাত্রের লাশ আর দেখতে চাই না।”

শনিবার (৩১ জানুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

বক্তব্যে তিনি গ্রাজুয়েটদের জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতা দিয়ে সমাজের জন্য কাজ করার আহ্বান জানান এবং একটি সৎ, নৈতিকতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন।

এ সময় শিক্ষার্থীদের জন্য গবেষণা কেন্দ্র গড়ে তোলার ওপরও জোর দেন ধর্ম উপদেষ্টা।

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ