বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

বাংলাদেশের সঙ্গে ‘দাদাগিরি’ করে না ভারত: দোরাইস্বামী

বাংলাদেশের সঙ্গে দাদাগিরির কোনো উদ্দেশ্য ভারতের নেই বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ভারতের আচরণ নিয়ে জনগণের একটি অংশের ধারণা সম্পর্কে জানতে চাইলে দোরাইস্বামী এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা কীভাবে বাংলাদেশের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করছি।

তিনি বলেন, সৎভাবে বলতে গেলে বাংলাদেশ ১৭ কোটি মানুষের বড় দেশ। এই ধরনের চিন্তা করারও কোনো কারণ নেই।

দোরাইস্বামী বলেন, দু’দেশ অবকাঠামো প্রস্তুত হলে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করতে পারে নয়াদিল্লি।

নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে তিস্তা চুক্তি হচ্ছে না জানিয়ে হাইকমিশনার বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও দুঃখজনক বাস্তবতা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ