বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

ঢামেক ক্যাম্পের সামনে নার্সদের মধ্যে হাতাহাতি, আহত ১

ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের সামনে নার্সদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ঢাকা মেডিক্যাল নার্সিং কলেজের ছাত্র আল আমিন।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নার্সরা তিন দফা দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের কর্তৃত্ব পাওয়ার জন্য ডিপ্লোমা নার্সিং ও বিএসসি নার্সদের মধ্যে কোন্দল ছিল। এ কোন্দল থেকেই হাতাহাতির ঘটনা ঘটে।

পরে শাহবাগ থানা ও ঢাকা মেডিক্যাল ক্যাম্পের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, হাসপাতালের সীমানার মধ্যে মারামারি এটা মেনে নেওয়া যাবে না। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ