বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

এখনো প্রাক-প্রাথমিক খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

আগামী ৩০ মার্চ দেশের সকল স্কুল ও কলেজ খুলে দেওয়া হবে। তবে প্রাক-প্রাথমিক খোলার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেছেন, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাপ্তাহিক দু’দিন ছুটি ছাড়া পাঁচ দিন ক্লাস করতে হবে। এছাড়া অন্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করেতে হবে সপ্তাহে এক দিন। রোজায়ও ক্লাস চলবে, শুধু ঈদের কয়েক দিন ছুটি দেওয়া হবে।

মন্ত্রী এসময় শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, স্কুল খোলার ৬০ কর্মদিবস পর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ স্কুল খোলার পর সাপ্তাহিক ও ঈদের ছুটি বাদে ৬০ কর্মদিবস ক্লাস শেষে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ