শনিবার, মে ১০, ২০২৫

হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত

spot_imgspot_img

যুক্তরাষ্ট্রে উগ্রপন্থী দ্বারা হামলার হুমকির কারণে এক দিনের জন্য স্থগিত করা হয়েছে কংগ্রেসের অধিবেশন। আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে, ৪ মার্চ ক্যাপিটল হিলে আবার হামলা চালাতে পারে ওরা।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় সহিংসতায় পুলিশ কর্মকর্তাসহ ৫ জন প্রাণ হারান। সে দিনের মতো আবার কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

মার্চ ৪ তারিখে কংগ্রেসে চলমান অধিবেশনে প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল। আর সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সহিংসতার আশঙ্কায় কংগ্রেসের ৪ মার্চের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য কংগ্রেসের অধিবেশন নিয়ে আগাম পরিকল্পনায় বদল করতে হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন হোমল্যান্ডে সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান মেলিসা স্মিসলোভা বলেছেন, উগ্রপন্থীরা ৪ মার্চ ও ৬ মার্চ হামলার চালানোর বিষয়ে আলোচনা করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img