চিরকুটে ডারউনের বাণী লিখে আত্মহত্যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্র নাইমুল হাসান মিশন (২১)।
শুক্রবার (৫ মার্চ) খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে ঘুমাতে যান মিশন। ভোরবেলা অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে চাঁদর দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ঘরের খাটের উপর থেকে মিশনের হাতে লিখা চিরকুটও উদ্ধার করে পুলিশ।
চিরকুটে নিহত মিশন লিখেন- এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, ডারউইন বলেছিলেন- Survival for the fittest but I not even fit. আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন পারলে ক্ষমা করে দিয়েন।
আম্মু আমাকে মাফ করে দিয়েন, মিলনের খেয়াল রাখিয়েন (মিলন মিশনের ছোটভাই)। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী।










