ভারতের সুপ্রিম কোর্টে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী কর্তৃক কুরআনের আয়াত পরিবর্তন সম্পর্কে দায়ের করা রিটের প্রতিবাদ জানিয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ।
প্রতিষ্ঠানটিন মুহতামীম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কুরআনুল কারীমের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। এতে সামান্য কোনো পরিবর্তনও হয়নি। কুরআন শরিফে পরিবর্তন সাধন হওয়ার দাবিকারী মুসলমান থাকতে পারে না।









