রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

আজ রাতেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আমেরিকা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা সামরিক মহড়া শুরুর পর উত্তর কোরিয়া সমালোচনা করলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে আমেরিকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

গত মঙ্গলবার (১৬ মার্চ) উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন মার্কিন প্রশাসনকে হুঁশিয়ার করে বলেছিলেন, তারা প্রথম পদক্ষেপে নিন্দারযোগ্য কাজ করেছেন। যদি আগামী চার বছর তারা শান্তিতে ঘুমাতে চান তাহলে তাদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত।

কিম জং উনের বোন এবং উপদেষ্টা কিম ইয়ো জং আরো বলেন, যুদ্ধ মহড়া ও শত্রুতার সঙ্গে সংলাপ এবং সহযোগিতা পাশাপাশি চলতে পারে না। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান সামরিক মহড়াকে উত্তর কোরিয়া আগ্রাসনের রিহার্সেল বলে উল্লেখ করেছে। করোনাভাইরাসের মহামারির জন্য গত বছর এই মহড়া অনুষ্ঠিত হতে পারেনি।

সূত্র: পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img