রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

আমাদের প্রতিটি ওয়ার্ডেই সামাজিক কেন্দ্র নির্মাণ করছি: তাপস

ঢাকা সিটি কর্পেোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছি, যেখানে ব্যায়ামাগারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের প্রায় ৩০টি ওয়ার্ডে ব্যায়ামাগার আছে। আমরা সেগুলোতে আধুনিক সরঞ্জাম সংযোজন করতে যাচ্ছি। আমরা ব্যায়ামাগারগুলোর পরিবেশও ভালো করার উদ্যোগ গ্রহণ করব। আমি তরুণ সমাজকে আহ্বান করব—আপনারা আপনাদের ওয়ার্ডের সেই ব্যায়ামাগারগুলো ব্যবহার করবেন।

গতকাল সোমবার (২২ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত বডি-বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এই ঘোষণা দেন।

এর আগে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত

বডি-বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২১’ এর আয়োজক কমিটির সভাপতি ও ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো, বাংলাদেশ বডি-বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খান নাঈম উপস্থিত ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img