বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজায় ইসরায়েলি হামলাকে ”সম্ভবত যুদ্ধাপরাধ” বলল জাতিসংঘ

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১১ দিন ব্যাপী বর্বরতম হামলাকে ”সম্ভবত যুদ্ধাপরাধ” বলে মন্ত্যব করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাসেলেট।

তিনি বলেন, সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলা সম্ভবত যুদ্ধাপরাধ। সামরিক উদ্দেশে ব্যবহৃত ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে বলে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ মে) জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক বিশেষ অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার প্রাণঘাতী সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এই জাতিসংঘের কর্মকর্তা।

তিনি জানান, যদিও ইসরায়েল বেশ কিছু পূর্বসতর্কতা নিয়েছে, কোনো কোনো ঘটনায় হামলার আগে সতর্কবার্তা দিয়েছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিমান হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেন, যদি এই হামলায় বেসামরিক মানুষ এবং বেসামরিক স্থাপনায় প্রভাব বাছবিচারহীন ও অনুপাতহীন হয়, তবে এমন হামলায় সম্ভবত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

যুদ্ধবিরতি হওয়ার আগে উপত্যকাটিতে ইসরায়েলি নির্বিচার বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যাদের মধ্যে ৬৬টি শিশু রয়েছে। ১১ দিনের এই হামলায় এক হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ