বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

রাজধানীতে ভারি বর্ষণ; অফিসগামী মানুষের দুর্ভোগ

রাজধানীতে ভোর থেকেই শুরু হয়েছে ভারি বর্ষণ। সকাল ৯টার পরও ঢাকার আকাশ মেঘলা, চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সব থেকে বেশি বিপাকে পড়ে কর্মস্থলে যাওয়া মানুষজন।

মঙ্গলবার (২২ জুন) নগরির প্রায় সকল স্থানে বৃষ্টি হয়।

পরিবহন স্বল্পতার পাশাপাশি সৃষ্টি হয় তীব্র যানজটেরও। বেশি ভাড়া নেয় সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যানে করে পার হতে হয় জলাবদ্ধ সড়ক।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে বলা হয়- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ