শনিবার, মে ১০, ২০২৫

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

spot_imgspot_img

রংপুরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সকালে মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন জানান, আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা থেকে রংপুর গামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাস দুটি উল্লেখিত এলাকায় পৌঁছে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছে দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছে অন্তত দশজন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img