বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

বিমানবন্দর থেকে ১৪ কেজি তরল সোনাসহ তিন যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি তরল সোনাসহ তিন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে ওই যাত্রীরা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মিশর থেকে ঢাকায় আসেন।

আটক যাত্রীরা হলেন‑ টাংগাইলের রিয়াজুল হাসান, কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন, সোনারগাঁওয়ের মোকারাম খান।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশির করা হয়। তাদের দুই পায়ে তরল সোনার একটি প্যাকেট প্যাঁচানো ছিলো। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে দুইজন সোনা ব্যবসায়ীর কাছে তাদের এই সোনা বিক্রি করতো। এতে তাদের প্রায় ৬০ লাখ টাকা মুনাফা হতো। সোনার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা।

চোরাচালানের মামলা করে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানাগেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ