শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

সিলেটের তাবলীগ জামাতের মুরব্বি লায়েক আহমদের ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক

সিলেট শহরের শেখঘাট লামাপাড়া নিবাসী,তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বী,আলেম প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব লায়েক আহমদ (লায়েক মিয়া)র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

১৪ই আগস্ট সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন, জনাব লায়েক আহমদ আমার খুবই প্রিয় একজন ব্যক্তি।আমি সিলেট অঞ্চলে সফর করলে বেশির ভাগ সময় তাঁর বাড়ীতেই অবস্থান করতাম। তিনি একজন দ্বীন দরদী ও আলেমপ্রিয় ব্যক্তি ছিলেন।তাঁর ইন্তিকালে অত্র অঞ্চলের মুসলমানরা সত্যিকারের একজন ইসলাম প্রিয় ব্যক্তিকে হারালো।

ইসলাম প্রচারে তাঁর অবদানের কথা স্বরণ করে আল্লামা বাবুনগরী বলেন, তিনি বেশকিছু মসজিদ ও মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন।আলেম না হয়েও ইসলামী শিক্ষার প্রতি তাঁর অনুরাগ সত্যিই প্রশংসনীয়। তাছাড়া তিনি ছিলেন একজন মুবাল্লিগ।ইসলাম প্রচারের মক্ববুল মাধ্যম দাওয়াতে তাবলীগের মাধ্যমে তিনি অত্র অঞ্চলের মানুষের মাঝে ইসলামের সুমহান বাণী প্রচারের মাধ্যমে অত্র অঞ্চলের মানুষের কাছে একজন আলোকবর্তিকা হিসেবে চিরস্বরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, জনাব লায়েক আহমদ গতরাত ৩টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।তিনি ৭ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাছাড়া তিনি সিলেটের সিংহ পুরুষ প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (রহঃ)এর বেয়াই ছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img