বুধবার, মে ২১, ২০২৫

‘ইরান এবং রাশিয়ার কাছে কিছু মার্কিন ভোটারের তথ্য রয়েছে’

spot_imgspot_img

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর জন রেটক্লিফ অভিযোগ করেছেন যে, ইরান এবং রাশিয়ার কাছে আমেরিকার কিছু ভোটারের রেজিস্ট্রেশনের তথ্য রয়েছে। ইমেইলের মাধ্যমে আমেরিকার ডেমোক্রেট দলের ভোটারদের হুমকি দিচ্ছে ইরান।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এফবিআই’র পক্ষ থেকে এমনটি বলা হয়।

জন রেটক্লিফ বলেন, ট্রাম্পের সমর্থক একটি ডানপন্থী দলের নাম ব্যবহার করে ইমেইলগুলো পাঠানো হচ্ছে। এর মাধ্যমে ইরান বিশৃঙ্খলাকে উস্কে দিচ্ছে। তবে ইরানের মতো রাশিয়া ভোটারদের হুমকি দিচ্ছে না বলে জানান তিনি।

এদিকে সংবাদ সম্মেলন যোগ দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার রে বলেন, মার্কিন নির্বাচন ব্যবস্থা এখনো নিরাপদ রয়েছে ।

আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র ১৩ দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এমন তথ্য জানানো হলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img