তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমি আপনাদের মাঝে এই অঙ্গীকার করছি যে, সামাজিক সম্প্রতি এবং জাতীয় ঐক্য গড়তে বিন্দুমাত্র চেষ্টা বাকি রাখব না।
মঙ্গলবার (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তালেবানের মুখপাত্র বলেন, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক স্বাধীনতা পুনুরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ।
এর আগে মঙ্গলবার সকালে কাবুল বিমানবন্দরে উপস্থিতি হয়ে তালেবানের এই নেতা আফগান জনগণের সাথে সদয় আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতি আচরণের প্রশ্নে আমি আপনাদের সতর্ক হতে বলব। এই দেশ বহু দুঃকষ্ট ভোগ করেছে। আপনাদের ভালবাসা ও সহমর্মিতা তাদের প্রাপ্য। তাই তাদের সাথে কমল আচরণ করুন। আমরা তাদের সেবক। তাদের ওপর আমরা নিজেদের চাপিয়ে দিতে পারি না।











