শনিবার | ২২ নভেম্বর | ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬২জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ২ হাজার ৪৯২ পিস ইয়াবা, ১৫৯ গ্রাম ৫৩২ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, সাড়ে ৪ মিলি দেশি মদ ও ৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img