মঙ্গলবার, মে ২০, ২০২৫

এবার মেঘালয়ের সব বাঙালিকে বাংলাদেশি দাবি!

spot_imgspot_img

এবার মেঘালয়ের সব বাঙালিকেই ‘বাংলাদেশি’ বলে দাবি করেছে খাসি ছাত্র সংগঠন (কেএসইউ)। সে কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিলংয়ে।

মেঘালয়ের ইছামতীতে মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনে সময় চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতিতে এক খাসি ট্যাক্সিচালকের মৃত্যু হয়।

ওই ঘটনার জেরে স্থানীয় বাঙালিরা ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেককেই আটক করে।

সম্প্রতি আবারও অভিযোগ উঠেছে, ইছামতীর পুরুষদের এখনো গ্রামে ফিরতে দেওয়া, ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। গ্রামে থাকা নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) নাগরিক অধিকার রক্ষা কমিটি ও আমরা বাঙালি আসাম-মেঘালয় সীমানায় বিক্ষোভ দেখায়৷ কাছাড় জেলার মালিডহরে গিয়ে শতাধিক মানুষ মেঘালয় সরকারের কাছে বাংলাভাষীদের নিরাপত্তা চেয়ে স্লোগান দেয়৷

কাটিগড়ায় যুব কংগ্রেস ধরনায় বসে।| বাঙালি সংগঠনের প্রতিনিধিরা মেঘালয়ের রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করেন, বাঙালিদের বিরুদ্ধে পুলিশ, বিচারব্যবস্থা, প্রশাসন, ছাত্র সংগঠন সবাই একজোট হয়েছে।

এরপর আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) মেঘালয়ের সব বাঙালিদের বাংলাদেশি বলে পোস্টার লাগায় কেএসইউ। কোথাও লেখা হয়, বাংলাদেশিরা মেঘালয়, ত্রিপুরা, আসাম ও মিজোরামে অত্যাচার বন্ধ কর।

ভারতের ওই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রদায়িক বা ভাষিক বিভেদ কখনোই কাম্য নয়। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে সব ব্যানার সরিয়ে ফেলেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img