বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

গত ছয় দিনে ডেঙ্গু আক্রান্ত দেড় হাজারের বেশি

ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ প্রবল আকার ধারণ করছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৩৫ জন ভর্তি হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৫ জন। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯১ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৭৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২২০ জন। গত জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন মারা গেছে। গত মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৭৪ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ