শুক্রবার, মে ১৬, ২০২৫

মনোনয়নপত্র প্রত্যাহার করায় জাপা থেকে বহিষ্কার হলেন লুৎফর রেজা খোকন

spot_imgspot_img

কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। দলের নীতি-নির্ধারকদের অনুমতি ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লুৎফর রেজা খোকনকে জাতীয় পার্টির সদস্যসহ সকল পদ-পদবী থেকে বহিস্কার করা হয়েছে ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়,কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রেজা খোকন। সেই মোতাবেক গত ১৩ সেপ্টেম্বর তিনি দলীয় নেতা-কর্মী নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও রিটার্নিং অফিসার দুলাল তালুকদারের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দুইদিন পর গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়ান চান্দিনা উপজেলাসহ কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা লুৎফর রেজা খোকন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img