বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

সালাহউদ্দীন জাহাঙ্গীরের উদ্যোগে আবারো চালু হচ্ছে আইনুদ্দীন আল আজাদের নামে প্রতিষ্ঠিত মাদরাসাটি

দেশের কিংবদন্তী ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ.-এর নামে প্রতিষ্ঠিত মাদরাসাটি চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি আবারো আলোর মুখ দেখছে।

প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আইনুদ্দীন আল আজাদের শিষ্য ও কলরবের একাংশের পরিচালক মাওলানা আবু সুফিয়ান।

আবু সুফিয়ান জানান, ২০১০ সালে আইনুদ্দীন আল আজাদের ইন্তেকালের পর তাঁর স্মরণে পরিবারের উদ্যোগে “মাদরাসাতু জামেউল উলুম আইনুদ্দীন” নামে ঝিনাইদহে মরহুমের গ্রামের বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালের ২৪ জুন প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চরমোনাই পীর মুফতী রেজাউল করীম। এর নামকরণ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মাদরাসাটি প্রতিষ্ঠার কয়েক বছর পর ঘূর্ণিঝড় আইলার আঘাতে বড় ধরণের ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠাটি। পরিবারের সামর্থ না থাকায় গত অর্ধ যুগের বেশি সময় হয়ে গেলেও মাদরাসাটি আর সচল করা সম্ভব হয়নি। সে থেকে পরিত্যক্ত পড়ে ছিলো “মাদরাসাতু জামেউল উলুম আইনুদ্দীন”।

আবু সুফিয়ান আরো বলেন, অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম মরহুম উস্তাদের স্মরণে প্রতিষ্ঠিত মাদরাসাটিকে আবারো চালু করতে। এই বিষয়ে তেমন কেউ এগিয়ে আসেনি বলে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলাম না। অবশেষে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অভিভাবক মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরকে বিষয়টি জানালে তিনি প্রতিষ্ঠানটি পুনরায় সচল করতে সচেষ্ট হোন। গত দু’তিন মাস যাবত তাঁর পৃষ্ঠপোষকতায় আমরা এটিকে আবার চালু করার উপযোগী করে তুলতে সক্ষম হয়েছি। আমি নিজে উপস্থিত থেকে এর কাজের তদারকি করেছি।

আবু সুফিয়ান জানান, আগামী ১ অক্টোবর শুক্রবার মাদরাসাটির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হবে। এই উপলক্ষে ঢাকা থেকে ঝিনাইদহে যাচ্ছে লেখক, সাংবাদিক, শিল্পী-সাহিত্যিক ও অনলাইন এক্টিভিস্টদের বিশাল একটি দল।

কেউ “মাদরাসাতু জামেউল উলুম আইনুদ্দীন”-এর উদ্বোধনী অনুষ্ঠানে যেতে চাইলে উল্লেখিত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানান আবু সুফিয়ান। নাম্বার- ০১৭১৬৬১৬৫২২

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ