সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

বিশ্ব থেকে ইসলামভীতি দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইমরান খান

বিশ্ব থেকে ইসলামফোবিয়া বা ইসলামভীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, বিশ্ব থেকে ইসলামফোবিয়া দূর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ সভার ৭৬তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ইমরান খান বলেন, দিন দিন পশ্চিমা বিশ্বে ইসলামভীতি বাড়ছে। এ সুযোগে সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা চালাচ্ছে। এ কারণে মানুষের মন থেকে আগে মিথ্যা ইসলামভীতি দূর করতে হবে।

এদিকে বিশ্ব থেকে ইসলামভীতি দূর করতে একটি আন্তর্জাতিক আলোচনাসভার আয়োজন করতে জাতিসংঘের মহাসচিবকে আহ্বান জানিয়েছেন তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img