বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইউপি নির্বাচনে বিএনপি ঘোমটা পরে অংশ নিচ্ছে: ওবায়দুল কাদের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৯ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। এজন্য বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দিবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটির বিচার প্রক্রিয়াধীন এবং শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ