বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

গত রাত থেকে নিখোঁজ ১৩ বছরের হাফেজ আবরার

গত রাত থেকে নিখোঁজ রামপুরা কারিমিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র হাফেজ আবরার। ১৩ বছর বয়সী আবরার প্রতিদিনের মতোই রোটিনমাফিক দু-ভাই খাবার খেয়ে মাদরাসায় ফিরে এবং ছোট ভাইকে পৌঁছে দিয়ে বড় ভাই চলে যায়। সেখান থেকে তার আর কোন খবর পাওয়া যায়নি।

রোববার (৩১ অক্টোবর) এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে কেই তাকে ডেকেছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্ভাব্য সকল যায়গায় খুঁজ নিয়েও সন্ধান মেলেনি আবরারের।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকনে, তবে অবশ্যই 01640407050, 01626970819 নাম্বারে যোগযোগ করার জন্য পরিবার কর্তৃক অনুরোধ করা হয়েছে। অথবা হাতিরঝিল থানায় জিডি নং-৩৫, পুলিশকে জানাবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ