আন্তর্জাতিক আইনকে অমান্য করে ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকার আরো ভূমি দখল করার পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সালেহ দিয়াব নামে ফিলিস্তিনের একজন মানবাধিকার কর্মী ওয়াফা নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইহুদিবাদী ইসরাইলের একটি আদালত শেখ জাররাহ শরণার্থী শিবিরের ৪,৭০০ বর্গমিটার ভূমি জবরদখলের নির্দেশ দিয়েছে। সেখানে ফিলিস্তিনের চারটি পরিবার বসবাস করে। ওই ভূমি দখল করে পার্ক তৈরির নির্দেশ দিয়েছে ইসরাইলের আদালত।
সালেহ দিয়াব জানান, ২০১৬ সালে প্রথমবারের মতো ইসরাইলের আদালত ওই ভূমি দখলের নির্দেশ দেয় কিন্তু তখন ইসরাইলের মিউনিসিপাল কর্তৃপক্ষ ভূমি দখল করতে পারেনি।
কামাল ওবেইদাত নামে আরেকজন ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সিকে জানান, অবৈধভাবে বসবাসকারী ইহুদিবাদীদের জন্য বসতবাড়ি তৈরি করতে ইসরাইলের মিউনিসিপাল কর্তৃপক্ষ এই ভূমি দখলের পাঁয়তারা করছে।