বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা

আবাসিক ও বাণিজ্যিকে পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে চট্টগ্রাম ওয়াসা বোর্ড।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়াসা বোর্ডের ৬৪তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬-এর ২২(২) ধারা অনুযায়ী প্রতি বছর পানির ইউনিটপ্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী আমরা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ডিসেম্বর থেকে বাড়তি এই বিল গ্রাহকদের পরিশোধ করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা থাকলেও আমরা দুই বছর পর এখন পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

ওয়াসা সূত্রে জানা যায়, পানির দাম ৫ শতাংশ বেড়ে যাওয়ায় ডিসেম্বর থেকে আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১২ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৩ টাকা ০২ পয়সা এবং বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ