বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড

মানি লন্ডারিংয়ে সাত বছর ও অর্থ আত্মসাতের মামলায় চার বছরের মিলে মোট ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এর আদালত এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ১০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

এরপর চলতি বছরের ২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনে সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ