বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই যুবক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব (১৯) এবং একই ইউনিয়নের এনায়েত নগর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছে অস্ত্র ও গুলি আছে বলে স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে বাহাদুরপুর গ্রামের একটি সুপারি বাগানের দক্ষিণ পাশে ঝোপের ভেতর থেকে দুটি দেশীয় পাইপগান ও শটগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এর আগে ৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃতরা আলাইয়ারপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের নুর হোসেনের ছেলে বাদশা ওরফে লাল চান (২০) ও একই গ্রামের মিলনের ছেলে মিহিরসহ (১৯) উপজেলার রমনীরহাট বাজারে অস্ত্রের মহড়া দেয়। খবর পেয়ে ডিবি পুলিশ দুই জনকে গ্রেফতার করে। রাকিবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ